বিয়ানীবাজারে মোটরসাইকেলে মাদকসহ যুবক আটক
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২২, ৮:০২ মিনিট বিয়ানীবাজার থানাধীন চারখাই বাজারে চেকপোস্ট একটি মোটরসাইকেলকে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা সিগন্যাল প্রদান করলে মোটরসাইকেলটি ঘুরিয়ে পালিয়ে যাবার চেষ্ঠা করেন চালক। এ সময় থানা পুলিশের দলটি ঐ মোটরসাইকেল চালক কে ধাওয়া দিয়ে আটক করে। পরে এতে তল্লাশি চালিয়ে তার হেফাজত হতে ২৩৬ বোতল ভারতীয় তৈরি ফেন্সিডিল উদ্ধার করা হয়। জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তি বিয়ানীবাজার থানাধীন দেউলগ্রাম(লম্বাবাড়ী) এলাকার ফখরুদ্দিন @ফারুকের ছেলে আকমল হোসেন (৩২)। পুলিশ সূত্রের বরাত অনুসারে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ কৌশল পরিবর্তন করে ভারতীয় ফেন্সিডিলের চালান বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল বলে প্রকাশ পায়। জব্দকৃত ফেন্সিডিল ও মোটরসাইকেলসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় ইতোমধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ।