মকসুদের মুক্তির দাবীতে গোয়াইনঘাটের মিছল
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১২:১১ মিনিটগোয়াইনঘাট উপজেলা যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার নব নির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে রোববার বিকেলে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জাহিদ খানের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল সমাবেশে যুবদল নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে এডভোকেট শাহজাহান সিদ্দিকী বলেন, বিএনপি জনগণের দল, তাই জনগণের পক্ষে কথা বলে। জনগণের ন্যায্য দাবি দিয়ে রাজপথে গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় থাকায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে যেভাবে রাতের আধাঁরে গ্রেফতার করা হয়েছে তা নজিরবিহীন। অবিলম্বে মকসুদ সহ ষড়যন্ত্রমূলক মামলায় কারান্তরীণ সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জি. এম শফিক, হাবিব, হেলোয়ার, দেলোয়ার, মাহবুব সাজু, সদস্য রুবেল মেম্বার, শাহিন, আবুল কালাম, আলমঙ্গীর, যুবনেতা আবুল কাসেম, রাসেল, আব্দুল হান্নান, আব্দুল্লাহ আল মামুন, আজগর, হান্নান মিয়া, ফারুক, হাসান উদ্দিন, শাহ আলম।
উপস্থিত ছিলেন, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, নুরুল হক শিকদার, শামীম পারভেজ, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহেল আহমদ, সদস্য শুভ খান, পূর্ব জাফলং ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি সুমন সিকদার, সহ-সভাপতি রুবেল, ৬নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আলমগীর, ছাত্রদল নেতা রায়হান মির্জা, নুর মুহাম্মদ, রবি, দিন মহাম্মদ দিনু, আল-আমিন, রিফাত, নাজমুল, তুহিন, আকাশ, আমির, আলম, আলিম ও হিরন প্রমুখ।