জেলা পরিষদ নির্বাচনে মনোয়নপত্র জমা দিলেন সাজনা সুলতানা হক চৌধুরী
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২২, ৭:২৬ মিনিটসিলেট জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে বুধবার দুপুরে সিলেট আঞ্চলিক সার্ভার স্টেশনে ৫ নং ওয়ার্ড থেকে জেলা পরিষদ নির্বাচনের সিনিয়র জেলা অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা এর কাছে মনোনয়নপত্র জমা দিলেন সাবেক জেলা পরিষদের সদস্য ও জকিগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সাজনা সুলতানা হক চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, বেগম রোকেয়া পদক প্রাপ্ত ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদকপ্রাপ্ত সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা জেবুন্নেছা হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজনীন হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সালমা বাসিত, সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক মাুধরী গুণ, সিলেট সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোটারিয়ান সাহিদা খাতুন তালুকদার, সিলেট সদর উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর চেয়ারম্যান রোটারিয়ান বদরুল আলম চৌধুরী প্রমুখ।