ডিআরইউ সদস্য মিজানুর রহমানের রোগমুক্তির জন্য দোয়া কামনা
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২২, ৮:০৯ মিনিটঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক মানবজমিনের কূটনৈতিক রিপোর্টার মিজানুর রহমান অসুস্থ। তিনি গত ৩০ আগস্ট, ২০২২ মাইল্ড হার্ট অ্যাটাক করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় ফিরেছিলেন। কিন্তু ফের অসুস্থ হয়ে পড়লে গত ১৩ই সেপ্টেম্বর পুনরায় হাসপাতালে ভর্তি হন। তিনি জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের
সহযোগী অধ্যাপক
ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট
ডা. জাফরিন জাহানের তত্ত্বাবধানে রয়েছেন।
মিজানুর রহমানের শারীরিক সুস্থতার জন্য ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব সবার কাছে দোয়া চেয়েছেন।
মিজানুর রহমানের মোবাইল নম্বর- ০১৭১৭-০৮৪৭৪০