ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে ষড়যন্ত্র করে কেউ হঠাতে পারবে না
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১১:১৫ মিনিট
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড সম্মেলনের ধারাবাহিকতায় ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ ৯ বছর পরে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আজকের সম্মেলনকে সুন্দর ও সুশৃঙ্খলতার মাধ্যমে সম্পূর্ণ করতে হবে। তিনি বলেন, যে জাতি যত বেশি সুশৃঙ্খল সে জাতি তত বেশি সমৃদ্ধ। সংগঠনকে সুসংগঠিত করার মাধ্যমেই এগিয়ে যেতে হবে। তিনি বলেন আজকে আমরা সভাপতির বক্তব্যে আবেগপ্রবণ হয়েছি। তিনি স্বইচ্ছায় সভাপতির পদপ্রার্থী থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। যা অত্যন্ত ভালো মানসিকতার পরিচয়। সভাপতি নিজাম উদ্দিন ইরানের জন্য আমাদের দোয়া রইল। তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার সাড়ে তিন বছরের মাথায় আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হারিয়েছিলাম। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দেশকে পিছিয়ে নেওয়ার অপচেষ্টা করা হয়েছিলো। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ১৪ বছরে জননেত্রী শেখ হাসিনা দেশকে অনেক দূর নিয়ে গেছেন। করোনাকালীন সময়ে আমরা দেখেছি এক জন মানুষও না খেয়ে মারা যায় নি। স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়িত হয়েছে। আরও অনেক উন্নয়ন সাধিত হচ্ছে। যা জননেত্রী শেখ হাসিনার সূদুরপ্রসারী নেতৃত্বের ফসল। তিনি বলেন, এক বছর পরে জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনের আগে আমাদেরকে নেত্রীর নির্দেশে কাজ করতে হবে। বঙ্গবন্ধু যে কাজ করতে চেয়েছিলেন তা জননেত্রী বাস্তবায়ন করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সুতরাং আমাদেরকেও সুসংগঠিত করার মাধ্যমে এগিয়ে যেতে হবে। আজ ওয়ার্ড সম্মেলন হচ্ছে। ওয়ার্ড সম্মেলনের নেতৃবৃন্দ নির্বাচন আপনাদের পরামর্শের মাধ্যমেই করা হবে। ওয়ার্ডকে সুসংগঠিত করারই মাধ্যমেই এগিয়ে যেতে হবে। আমরা ঐক্যবদ্ধ হলে আওয়ামী লীগকে ষড়যন্ত্র করে কেউ হঠাতে পারবে না। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার টেকসই উন্নয়নের সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করবে, ইনশাআল্লাহ।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮.০০ ঘটিকায় ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে গুটাটিকর সুন্দরবন কমিউনিটি সেন্টারে ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিন ইরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ছয়েফ খানের পরিচালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য প্রদান করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন। বক্তব্যের শুরুতে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের নিহত সকল সদস্য,জাতীয় চার নেতা, অত্র ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগের প্রয়াত নেতৃবৃন্দকে শ্রদ্ধার সহিত স্মরণ করেন। তিনি বলেন, ধারাবাহিকভাবে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে। গতকালও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সফল সম্মেলন হয়েছে । মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক উপকমিটির নেতৃবৃন্দের সহযোগিতায় সফল সম্মেলন বাস্তবায়িত হচ্ছে। আজকের সম্মেলনেরও সফল বাস্তবায়ন হবে। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের মূল স্তম্ভ হলো শৃঙ্খলা। শৃঙ্খলার মাধ্যমেই সংগঠনকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পরে যে পরিবর্তনের ধারা সূচনা করার প্রতিশ্রুতি দিয়েছিলাম তা আজ একে একে বাস্তবায়ন হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে বলেছিলেন, মানুষ যা পছন্দ করে তাই তোমাদেরকে করতে হবে। জনগণের পছন্দ অনুযায়ী কাজ করতে হবে। ঠিক তেমনিভাবে আপনাদের পছন্দ অনুযায়ী কমিটি হবে। শুধু ভাইয়ের স্লোগান দিলে হবে না। জননেত্রীর স্লোগান দিতে হবে। সরকারের উন্নয়নের স্লোগান দিতে হবে। তিনি বলেন আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গিয়েছে তখনই জনগণের ভাগ্যের উন্নয়ন হয়েছে। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা ২০২১ সালের উন্নয়নের যে পরিকল্পনা গ্রহণ করেছিলেন বাস্তবে জনগণ আজ তার সুফল পাচ্ছে। প্রিয় নেত্রী ২০৪১ সালের যে পরিকল্পনা গ্রহণ করেছেন তাও বাস্তবাস্তিত হবে,ইনশাআল্লাহ। তিনি শুধু বাংলাদেশের নেতা নন তিনি আজ বিশ্ব নেতা। উনার নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে। তিনি ওয়ার্ড আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীদের সুন্দর সম্মেলন উপহার দেওয়ার জন্য মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানান।
বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মখলিছুর রহমান কামরান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহিউদ্দিন লোকমান, মহিলা বিষয়ক সম্পাদক আছমা বেগম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম আহমদ, কার্যনির্বাহী সদস্য আজম খান, সাব্বির খান, আবুল মহসিন চৌধুরী মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দীন কয়েস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, বিজিত চৌধুরী, হাজী হেলাল বক্স, জগদীশ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজহার উদ্দিন জাহাঙ্গীর, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, কার্যনির্বাহী সদস্য এডভোকেট কিশোর কুমার কর, এমরুল হাসান, সুদীপ দে, তৌফিক বক্স লিপন, খলিল আহমদ, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, জুমাদিন আহমদ, ইলিয়াস আহমেদ জুয়েল, জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, কুচাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ।
এসময়ে উপস্থিত ছিলেন মহানগর তাঁতী লীগের সভাপতি নোমান আহমদ,ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ আব্দুর রব হাজারি, আনসার আহমদ কয়েছ, সোয়েব বাসিত, শেখ সোহেল আহমদ কবির, সেলিম আহমদ সেমিম, এম.এ ইসলাম, সহ ওয়ার্ড আওয়ামী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মহানগর আওয়ামী লীগের সভাপতির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকের পরিচালনায় আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলরবৃন্দের মতামতের ভিত্তিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওয়ার্ডের সভাপতি হিসাবে মোঃ ছয়েফ খান এবং সুষ্ঠু ব্যালট ভোটের মাধ্যমে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে সাধারণ সম্পাদক হিসাবে গোলজার আহমদ জগলু নির্বাচিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশন কুরআন থেকে তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয় এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।