এই সিলেটের মাটি
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২২, ৯:৫১ মিনিট
মিলু কাশেম :
সিলেট হলো শাহ্জালাল
শাহ্ পরাণের ঘাঁটি
পীর আউলিয়ার স্পর্শ ধন্য
পূণ্য ভূমি খাঁটি।
এই মাটিতে লুকিয়ে আছে
খোদার দেয়া ধন
পাহাড় টিলা চা বাগান
সবুজ শ্যামল বন।
হাওর বাওর ঝর্ণা নদী
মেঘ পাহাড়ের শোভা
ইতিহাস ঐতিহ্যে সেরা
সিলেট মনোলোভা।
পূণ্যভূমি সব মানুষের
সম্প্রীতির ঘাঁটি
তাইতো সবাই ভালোবাসি
এই সিলেটের মাটি।