যুবদল নেতা মকসুদকে জেল হাজতে প্রেরণ
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২২, ৬:৪৪ মিনিটসিলেট জেলা যুবদলের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে গতকাল ভোররাতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)তার বাড়ি থেকে গ্রেফতার করে বলে জানা গেছে। ভোরে গ্রেফতারের পর আজ বুধবার বিকেলে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এবং পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা
জানা যায় মকসুদ কে একটি নাশকতা মামলায় গ্রেফতার করেছে র্যাব নয়।
কোন ধরনের মামলা ছাড়াই বুধবার ভোররাত ৪টার দিকে দক্ষিণ সুরমার মোল্লারগাঁও এলাকায় তার নিজ বাড়ি থেকে স্টিলের দরজা ভেঙ্গে আইনশৃংখলা বাহিনী পরিচয়ে সিলেট জেলা যুবদলের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে তুলে নিয়ে গেছে বলে জানান তার ব্যাক্তিগত গারি চালক পলাশ।
এদিকে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।