২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১১:১৬ মিনিট
তিনি আরো বলেন আজকে আমরা সভাপতির বক্তব্যে আবেগপ্রবণ হয়েছি। তিনি স্বইচ্ছায় সভাপতির পদপ্রার্থী থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। যা অত্যন্ত ভালো মানসিকতার পরিচয়। সভাপতি নিজাম উদ্দিন ইরানের জন্য আমাদের দোয়া রইল।
২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিন ইরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ছয়েফ খানের পরিচালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য প্রদান করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, কবির উদ্দিন আহমদ, মখলিছুর রহমান কামরান, মহিউদ্দিন লোকমান, আছমা বেগম, এডভোকেট সৈয়দ শামীম আহমদ, আজম খান, সাব্বির খান, আবুল মহসিন চৌধুরী মাসুদ, জালাল উদ্দীন কয়েস, আসাদ উদ্দিন আহমদ, বিজিত চৌধুরী, হাজী হেলাল বক্স, জগদীশ চন্দ্র দাস,আজাদুর রহমান আজাদ, তপন মিত্র, খন্দকার মহসিন কামরান,আব্দুর রহমান জামিল,আজহার উদ্দিন জাহাঙ্গীর,অমিতাভ চক্রবর্ত্তী রনি,সোয়েব আহমদ,কিশোর কুমার কর, এমরুল হাসান, সুদীপ দে, তৌফিক বক্স লিপন, খলিল আহমদ, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, জুমাদিন আহমদ, ইলিয়াস আহমেদ জুয়েল,
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মহানগর আওয়ামী লীগের সভাপতির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকের পরিচালনায় আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলরবৃন্দের মতামতের ভিত্তিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওয়ার্ডের সভাপতি হিসাবে মোঃ ছয়েফ খান এবং সুষ্ঠু ব্যালট ভোটের মাধ্যমে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে সাধারণ সম্পাদক হিসাবে গোলজার আহমদ জগলু নির্বাচিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশন কুরআন থেকে তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয় এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।