বিমানবন্দর সড়কে একটি বিআরটিসি বাসে আগুন: অল্পের জন্য বেচেঁ গেলেন ৪৬ যাত্রী
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৭ মিনিট ভোলাগঞ্জ বেড়েতে আসা ঢাকা বিশ্বাবিদ্যায়ের বাস ঢাকা যাওয়ার পথে সিলেটের বিমানবন্দর সড়কে বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
এই বাসে ৪৬ যাত্রী ছিলেন দূর্ঘটনায় বাসের যাত্রী বা চালকের কারো কোন ক্ষতি হয়নি।