জালালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২২, ৮:৪২ মিনিটইউনিসেফ এর অর্থায়নে বন্যা পরবর্তী ইমারজেন্সি রেসপন্স প্রজেক্টর আওয়তায় এফআইভিডির সার্বিক ব্যবস্থাপনায় (১১ সেপ্টেম্বর) সোমবার সকাল ১১টায় দরগাহে জালালিয়া সরকারি প্রাথমিক স্কুলে প্রায় ১১৫জন ছাত্রছাত্রীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণকালে সিলেট সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী বলেছেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। একটি জাতির সর্বাধিক গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে শিশুরা। আজ যারা শিশু তাদেরকে যদি আমরা সযত্নে, সুস্থ-সুন্দর পরিবেশে বিকাশ লাভের সুযোগ করে দেই, তাহলে ভবিষতে তারা হবে এদেশের এক একজন আদর্শ, কর্মক্ষম, সুযোগ্য নাগরিক। তিনি আরো বলেন, ক্ষুধা, দারিদ্র, বেকারত্ব, সন্ত্রাস, দূর্নীতি, মাদকাসক্তি তথা সকল প্রকার সামাজিক অবক্ষয় হতে জাতীকে রক্ষা করতে হলে শিশুর পরিপূর্ণ বিকাশ নিশ্চিত করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন এফআইভিডির কমিউনিটি অরগানাইজানার রুজিনা বেগম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা খাদিজা সুলতানা, সহকারি শিক্ষিকা স্নিগ্ধা চক্রবর্তী প্রমুখ। বিজ্ঞপ্তি