জাফরাবাদ স্কুল ও কলেজের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিসভা
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২২, ৮:০২ মিনিটআগামী ডিসেম্বরে ৫০ বছর পূর্ণ হচ্ছে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জাফরাবাদ উচ্চবিদ্যায় ও কলেজের । সফলতা ও আনন্দের এ পূর্ণতাকে স্মরণীয় করে রাখতে আগামী বছরের জানুয়ারিতে সাড়ম্বরে ৫০ বছর পূর্তি অনুষ্ঠান করতে যাচ্ছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। অনুষ্ঠানটি সফলের লক্ষ্যে শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জাফরাবাদ উচ্চবিদ্যায় ও কলেজে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয় ।
প্রস্তুতিসভায় সভাপতিত্ব করেন জাফরাবাদ উচ্চবিদ্যায় ও কলেজের গভর্নিং বডি’র সভাপতি অ্যাডভোকেট মুহিত হোসেন এবং প্রধান শিক্ষক মো. আব্দুল মুক্তাদির। গভর্নিং বডি’র সদস্য আব্দুল আওয়াল টিপু ও বিদ্যালয়ের বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর যৌথ পরিচালনায় সভায় সম্মানিত অতিথি এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন, সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, জাফরাবাদ উচ্চবিদ্যায় ও কলেজের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুল কাদির, সাবেক শিক্ষক ও গভর্নিং বডি’র অন্যতম সদস্য আলাউর রহমান, বিবিদইল বালিকা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাহবুবুল আলম চৌধুরী, বিদ্যালয়ের গভর্নিং বডি’র সদস্য ও সাবেক মেম্বার জয়নাল আহমদ, সদস্য মো. আলাউদ্দিন, মো. সফর আলী, মো. মোশারফ হোসেন, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগ নেতা মো. লুৎফুর রহমান, সাংবাদিক শফিক আহমদ, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মো. জামিল আহমদ, মো. আব্দুল করিম, জাহাঙ্গীর আহমদ, আব্দুল মুকিত লেবু, মো. আতিকুর রহমান, শাহিন মিয়া, আব্দুল হাদি মুক্তা, মাসুক মিয়া, আল আমিন, আব্দুল হক, রানা মিয়া, খালেদুজ্জামান, আব্দুল সেলিম, শফিক মিয়া, শেখ মোহাম্মদ আজিম আলী ও সাংবাদিক রেজাউল হক ডালিমসহ স্থানীয় শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং যুব ও তরুণ সমাজের নেতৃবৃন্দ।