গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২২, ৭:২৮ মিনিটকবিরাজী চিকিৎসার জন্য গত ০১ সেপ্টেম্বর কানাইঘাট এলাকা হতে এক নারী গোলাপগঞ্জের ধারাবহর গ্রামের সুহেল নামীয় গ্রাম্য কবিরাজের নিকট আসেন। সুহেল বিভিন্ন টালবাহানায় ঐ নারীকে সন্ধ্যা পর্যন্ত তার বাড়ীতে আটকে রেখে অনুমান ০৭.০০ ঘটিকায় অপর একজনের সহায়তায় পালাক্রমে ধর্ষণ করে। পরবর্তীতে ০৪ সেপ্টেম্বর গোলাপগঞ্জ মডেল থানায় একটি ধর্ষণ মামলা হয়। মামলা রুজুর পরপরই আসামী সুহেল ও তার সহযোগী পালিয়ে যায়। সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর সার্বিক দিক-নির্দেশনায় ০৯ সেপ্টেম্বর দুপুরে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ও র্যার-৯ এর যৌথ অভিযানে বিয়ানীবাজার থানাধীন দুবাগ এলাকা হতে মামলার প্রধান আসামী কবিরাজ সুহেল মিয়া(৩৫)-কে গ্রেফতার করা হয়। সুহেল মিয়া গোলাপগঞ্জ মডেল থানাধীন উত্তর ধারাবহর গ্রামের সইর আলীর পুত্র। মামলা তদন্তকালে পুলিশ জানতে পারে সুহেল মিয়া দীর্ঘদিন যাবৎ কবিরাজী চিকিৎসার আড়ালে নারী গ্রাহক বিভিন্নভাবে শ্লীলতাহানীর চেষ্ঠা করতো। লোক লজ্জার ভয়ে কেউ কোনদিন বিষয়টি প্রকাশ করে নি। আসামীকে ইতোমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।