সিলেটের সাহিত্য অঙ্গনে তাঁর পদচারণা ছিল অত্যন্ত সরব
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৯ মিনিট
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক মোঃ হারুনুজ্জামান চৌধুরী বলেছেন, মরহুম কবি লাভলী চৌধুরী ছিলেন একজন ব্যক্তিত্ববান কবি ও তুখোড় সংগঠক। বংশ পরষ্পরায় তাঁর পুরো পরিবার ছিল সাহিত্যের সাথে সম্পৃক্ত। কবিতা, গল্প, উপন্যাসসহ গীতিকার ও নাট্যকার হিসাবেও তাঁর পরিচয় ছিল সমধিক। ষাটের দশক থেকে আমৃত্যু সিলেটের সাহিত্য অঙ্গনে তাঁর পদচারণা ছিল অত্যন্ত সরব। কেমুসাসের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য কবি লাভলী চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিবেদিত কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ১১২১তম সাপ্তাহিক সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর ২০২২) সন্ধ্যায় সংসদের সাহিত্য আসর কক্ষে কেমুসাসের সাহিত্য ও গবেষণা সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত ১১২১তম সাপ্তাহিক সাহিত্য আসরে কবি লাভলী চৌধুরীর জীবন ও কর্মের উপর মুখ্য আলোচকের বক্তব্যে কেমুসাসের সাবেক সভাপতি, বিশিষ্ট কবি রাগিব হোসেন চৌধুরী বলেন, লোকসাহিত্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ সাহিত্যরতœ আশরাফ হোসেনের নাতনী লাভলী চৌধুরীর মাও ছিলেন একজন গুণী লেখিকা। তিনি ১৯৬৮ সালে ‘শিখা’ নামক সাহিত্য পত্রিকা সম্পাদনাসহ বেশ কয়েকটি বই রচনা করে গেছেন। তাছাড়া বাংলাদেশ টেলিভিশন ও বেতারে তাঁর লেখা নাটকও প্রচারিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, সহ সভাপতি দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, আল ইসলাহ সম্পাদক সেলিম আউয়াল, কোষাধ্যক্ষ আব্দুস সাদেক লিপন এডভোকেট, সহ পাঠাগার সম্পাদক ইছমত হানিফা চৌধুরী। আসরে পঠিত লেখার উপর আলোচনা করেন অধ্যাপক কবি বাছিত ইবনে হাবীব। স্বরচিত লেখাপাঠে অংশ নেন দেওয়ান গাজী আব্দুল কুদ্দুছ শামশাদ, ঔপন্যাসিক সিরাজুল হক, কবি ছয়ফুল আলম পারুল, গণেশ চন্দ্র দেশমুখ, মোহাম্মদ শফিকুর রহমান, আমিনা শহীদ চৌধুরী মান্না, সেনুয়ারা বেগম চিনু, তাসলিমা খানম বীথি, কামাল আহমদ, মুহাম্মদ আবুযর মাহতাবী, জুবের আহমদ সার্জন, সাজিদুর রহমান, মিলন চৌধুরী, মকসুদ আহমদ লাল, মোঃ বাহাউদ্দিন বাহার প্রমুখ।
আবদুল কাদির জীবনের উপস্থাপনায় আসরের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গল্পকার মো. জাহেদ হোসেন। সভাপতির বক্তব্যে মাহবুব ফেরদৌস বলেন, মানুষের জীবনের চিরন্তন সত্য হল সবাইকে একদিন চলে যেতে হবে। কবি লাভলী চৌধুরী আমাদের ছেড়ে পরপারে চলে গেলেও তিনি তাঁর কর্মের মধ্যে সমাজে বেঁচে আছেন। মুসলিম সাহিত্য সংসদ সিলেটসহ দেশের গুণী ব্যক্তিদের স্মরণ ও তাঁদের কর্মের আলোচনা করে সমাজকে আলোকিত করার চেষ্টা অব্যাহত রেখেছে।