শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২২, ৫:৪৭ মিনিটএক শিশুকে ধর্ষণের অভিযোগে কবির হোসেন(৩৬) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘঠনাটি ঘঠেছে সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকায় । আসামি কবির হোসেন দোয়ারাবাজার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামের ওহাব আলীর ছেলে।
বৃহস্পতিবার ( ৮ নভেম্বর ) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার ভবানীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশে দাদীর সাথে একটি ফিসারি পাড়ে শাক তুলতে যায়। এসময় অভিযুক্ত কবির হোসেন দাদীকে একটু দূর জাগায় বেশি কচুর লতি পাওয়া যাবে বলে পাঠিয়ে দেয়।
এসময় মেয়েটির মুখ চেপে ধরে পার্শ্ববর্তী ফিসারি পাড়ে নিয়ে কবির হোসেন তাকে ধর্ষণ করে। পরে শিশুটি চিৎকার ও কান্নাকাটি করতে থাকলে দ্রুত পালিয়ে যায়।
এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ধর্ষণের আলামত পেয়ে থানাকে জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি জানাজানি হয়ে গেলে কবির হোসেন দ্রুত পালিয়ে যায়। শিশুটির ডাক্তারি পরীক্ষার পরদিন মঙ্গলবার দুপুরে শিশুর বাবা বাদী হয়ে কবির হোসেন (৩৬) নামের এক যুবককে আসামি করে দোয়ারাবাজার থানায় একটি ধর্ষণ মামলা করেন। বর্তমানে শিশুটির দরিদ্র পরিবার অসহায় ও আতঙ্কে দিনাতিপাত করছেন।