ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২২, ২:০৪ মিনিট
মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট গোলাম সোবহান চৌধুরী দীপনের সভাপতিত্বে ও কার্যনির্বাহী সদস্য সায়ফুল আলম স্বপনের পরিচালনায় সম্মেলন প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আদি অনন্ত নিতাই দাস, দপ্তর সম্পাদক মোঃ কিবরিয়া খান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সুধাংশু রঞ্জন মালাকার, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নুরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রফিক আহমদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল আলিম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক রকি দেব, সদস্য দিলোয়ার হোসেন, প্রদীপ রঞ্জন দাস, রতন চন্দ্র গৌড়, আসাদুজ্জামান মুক্তা সহ জাহিদ এনাম সাব্বির, মোঃ মুস্তাফিজুর রহমান সারোয়ার।
নেতৃবৃন্দ বলেন, ওয়ার্ড সম্মেলন বাস্তবায়িত করার জন্য মহানগর আওয়ামী লীগের ঘোষিত সাংগঠনিক পক্ষ চলমান এবং ওয়ার্ড সম্মেলনের উৎসব শুরু হয়েছে। মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন ৯টি সাংগঠনিক উপকমিটির সমন্বয়ক হিসেবে কাজ করছেন। তাদের দিক নির্দেশনায় উপকমিটির দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দ ওয়ার্ড সম্মেলন সফল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং সম্মেলনের প্রস্তুতি গ্রহণ করছেন। তারই ধারাবাহিকতায় ১৩ নং ওয়ার্ডের আজকের সম্মেলনের প্রস্তুতি সভা এবং চলতি মাসের শেষের দিকে সম্মেলন করা হবে। নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে। নেতৃবৃন্দ ওয়ার্ডকে সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। এছাড়া সভা চলাকালীন সময়ে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আওয়ামী লীগের নিবেদিত প্রাণ, গুলশান গ্রেনেড হামলায় আহত যোদ্ধা ও মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক প্রদীপ পুরকায়স্থ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ এনামুল হক মুক্তা, আব্দুস সোবহান নিশাদ, জয়নাল আবেদীন কয়ছর, শেফালি দত্তের জন্য শোক প্রস্তাব করা হয় এবং দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।