শাহজালালে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে ৪৫ মিনিট
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১:১৬ মিনিট
ভিভিআইপি মুভমেন্টের কারণে ৪৫ মিনিট শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে।চার দিনের ভারত সফর শেষে আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন। এ জন্য সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে।এ জন্য এয়ারলাইনসগুলোকে এই সময়ের ফ্লাইটগুলো এগিয়ে বা পিছিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এ ছাড়া যাত্রীদের সময় নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা হতে অনুরোধ করা হয়েছে।
Go to top