আওয়ামী লীগ ২৫নং ওয়ার্ডের কমিটি ঘোষণা
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২২, ৩:৫৬ মিনিটখোজারখলা আল-সামছি কমিউনিটি সেন্টারে গত শনিবার রাত ৮ টায় বাংলাদেশ আওয়ামী লীগ ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন। সম্মেলনে সভাপতি পদে ২ জন এবং সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থীতা ঘোষণা করেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একক প্রার্থীতা করার লক্ষ্যে সমঝোতা প্রচেষ্টা বিফল হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র মোতাবেক ওয়ার্ডের কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের প্রক্রিয়া শুরু করেন। সম্মেলন উপকমিটি ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সদস্য এডভোকেট কিশোর কুমার করকে নির্বাচন কমিশনার ও এডভোকেট সৈয়দ শামীমকে সহকারী নির্বাচন কমিশনার মনোনীত করে কাউন্সিলে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরু হয়।
অতপর দ্বিতীয় অধিবেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন ও ঘোষিত নির্বাচন কমিশনারদ্বয়ের এবং সাংগঠনিক উপকমিটির সকল সদস্যদের ঐক্যমতের ভিত্তিতে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় একক প্রার্থী হওয়ায় সভাপতি পদে আনসার আহমদ কয়েছকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সেলিম আহমদ সেমিমকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।