নারী লেখকদের অগ্রযাত্রায় মাহবুবা সামসুদ ভূমিকা রেখেছেন – প্রফেসর নন্দলাল শর্মা
ইফতেখার শামীম
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২২, ৭:০১ মিনিট
সাইক্লোনের স্মরণসভা ও দোয়া মাহফিল
বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর নন্দলাল শর্মা বলেছেন, মাহবুবা সামসুদ একজন বিশিষ্ট কবি এবং সংগঠক। বিভিন্ন প্রতিকূলতা ডিঙিয়ে তিনি নারী লেখকদের ঐক্যবদ্ধ করেছিলেন। নারী লেখকদের অগ্রযাত্রায় তিনি বিভিন্নভাবে ভূমিকা রেখেছেন। ব্যক্তিজীবনে তাঁর আচরণ ছিলো অত্যন্ত হৃদয়স্পর্শী। সাহিত্যের সেবায় জীবনের দীর্ঘ সময় কাটিয়ে দিয়েছেন।
সাইক্লোন কেন্দ্রীয় সংসদ আয়োজিত কবি ও সংগঠক মাহবুবা সামসুদ স্মরণসভা ও দোয়া মাহফিল এবং ২১৩ তম সাহিত্য সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গতকাল সোমবার (০৫ সেপ্টেম্বর) বিকালে জিন্দাবাজারস্থ সিফডিয়া মিলনায়তনে সাইক্লোন কেন্দ্রীয় সংসদের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমেদ’র সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন প্রভাষক ইশরাক জাহান জেলী। কবি ইফতেখার শামীম ও শামসুল মুক্তাদির মিজানের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ভ্রমণ কাহিনী লেখক মোয়াজ আফসার। এসময় মাহবুবা সামসুদ স্মরণে বক্তব্য রাখেন গল্পকার ও সাংবাদিক সেলিম আউয়াল, ঔপন্যাসিক আলেয়া রহমান, এডভোকেট আব্দুস সাদেক লিপন, কবি মাসুদা সিদ্দিকা রুহি, কবি শাহেদ আব্দুর রকীব।
অন্যান্যের মধ্যে স্বরচিত লেখাপাঠ ও আলোচনায় অংশগ্রহণ করেন সিফডিয়ার নির্বাহী পরিচালক আব্দুল মুহিত দিদার, কবি কামাল আহমদ, গল্পকার ও সাংবাদিক তাসলিমা খানম বীথি, কবি সুফি আকবর, দেওয়ান গাজী আব্দুল কুদ্দুস মমশাদ প্রমূখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুর রহমান নোমান ও মুনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি জাবেদ আহমদ।