ফেঞ্চুগন্জ কলেজ ছাত্রদলের প্রাক্তন সভাপতির অকাল মৃত্যু
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২২, ৬:১৭ মিনিটফেঞ্চুগন্জের করিমপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন ইউ পি সদস্য আব্দুল বাসিত মাসুক চৌধুরীর বড় ছেলে ও জালালাবাদ এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি এম এ কাইযুমের ভাগিনা ।
গত ১৮ই আগষ্ট জুবের এস্টোরিয়াস্থ নিজ বাসভবনে হৃদ রোগে আক্রান্ত হলে তাকে নিকটস্থ মাউন সিনাই হাসপাতালে নেওয়া হয় ।দুই দিন আই সি ইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল শেষ নিশ্বাস ত্যাগ করেন নিউইয়র্কের এস্টোরিয়ায় বসবাসরত সদ্য প্রয়াত প্রাক্তন ছাত্রদল নেতা আব্দুল আউয়াল চৌধুরী জুবেরের নামাজে জানাযা গত ২১শে আগষ্ট রবিবার এস্টোরিয়ার আল আমিন মসজিদে অনুষ্ঠিত হয় ।এতে ইমামতি করেন ডাঃ আহমেদ সাদিক নাফি ।উক্ত জানাযায় জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান, প্রাক্তন সভাপতি আব্দুল কাইয়ুম ,আব্দুল বাসিত, জুনেদ আহমদ চৌধুরী ,আতাউর রহমান সেলিম, দেওয়ান শাহেদ চৌধুরী , আব্দুল হাসিম হাসনু, বিএনপি নেতা আব্দুল বাতেন, আবু সাইদ আহমদ, আহবাব চৌধুরী খোকন প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
জুবের ফেঞ্চুগন্জ কলেজ ছাত্রদলের প্রাক্তন সভাপতি ও ফেঞ্চুগন্জ অর্গেনাইজেশন অব আমেরিকার সহ সাধারণ সম্পাদক ছিল ।মৃত্যু কালে সে মা, বাবা,স্ত্রী,দুই পুত্র , এক ভাই ,তিন বোন সহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছে ।
একদিকে তরুন বিএনপি আব্দুল আউয়াল চৌধুরী জুবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আব্দুল লতিফ সম্রাট,জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমদ, শরাফত হোসেন বাবু , মিল্টন ভূইয়া, জসিম উদ্দিন ভূইয়া , নব গঠিত নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির আহবায়ক আহবাব চৌধুরী খোকন, সদস্য সচিব ফয়েজ আহমদ চৌধুরী , নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা, সদস্য সচিব বদিউল আলম, নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক মাওলানা ওলিউল্লাহ আতিকুর রহমান ও সদস্য সচিব সাইদুর রহমান সাইদ ।পৃথক পৃথক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানানো হয়েছে ।