লুৎফর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার জেলা আওয়ামী লীগের দোয়া মাহফিল
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৮ মিনিট সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সিলেট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট মোঃ লুৎফর রহমানের ১ম মৃত্যুবার্ষিকী আগামীকাল ২ সেপ্টেম্বর । এ উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে আগামীকাল শুক্রবার বাদ জুমা হযরত শাহজালাল (রহ:) এর মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োাজন করা হয়েছে।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে সকল নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান অনুরোধ জানিয়েছেন ।