ইচ্ছা শক্তির জুড়ে ৩৩ ঘন্টায় প্রায় ৮৩ কিলোমিটার সাতার কাটার পর অবশেষে বৃষ্টি ও অসুস্থতার জন্য যাত্রা স্থগিত ঘোষনা
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২২, ৩:২৭ মিনিট
যেহেতু বৃষ্টি হয়েছিলো আর নদীর পানি প্রচুর ঠান্ডা তাই আজ সকাল থেকেই উনার শ্বাস কষ্ট হচ্ছিলো, ডাক্তার বার বার অনুরোধ করলেও উনি উনার গন্তব্যে যাবার প্রত্যয়ে সাতার চালিয়ে গেলেও অবশেষে শরীরের কাছে হার মানতে হয়েছে।
তাও আমি ব্যক্তিগত ভাবে উনাকে সাধুবাদ জানাই, স্যালুট জানাই কারণ দেশের জন্য যেমন যুদ্ধে গিয়ে আমাদের জন্য এনে দিয়েছেন স্বাধীন পতাকা ঠিক তেমনি এই বয়সে উনি প্রায় ৩৩ ঘন্টা সাতার কেটে এসেছেন শুধুমাত্র বিশ্বের কাছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে এবং ইচ্ছাশক্তির মাধ্যমে যে বিশ্ব জয় করা সম্ভব তা উনি এই বয়সে প্রমাণ দিয়েছেন..।
বর্তমানে উনি নৌকায় ডাক্তারের অবজারভেশনে আছেন..সামনেই সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়ার চিন্তাভাবনা করেছেন আমাদের সাথে থাকা ডাক্তার।
জীবনের এই ২দিনের সফর স্মৃতি হয়ে থাকবে