এসপি ফরিদ উদ্দিনকে বিদায়ী সংবর্ধনা
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২২, ১০:৪৪ মিনিটসিলেটের বিদায়ী পুলিশ সুপার( অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএমকে সংবর্ধনা দিয়েছেন নব গঠিত সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের (সিউজা) নেতৃবৃন্দ। বুধবার (২৪ আগস্ট) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবর্ধনার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনে সভাপতি সুর্বণা হামিদ, সহ সভাপতি অমিতা সিনহা, সাংগঠনিক সম্পাদক হেনা মমো। এসময় বিদায়ী পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সিলেট জেলায় দায়িত্বে থাকাকালীন সময়ের বিভিন্ন স্মৃতিচারণ করেন। উল্লেখ্য, গত ১৮ জুলাই সিলেটের বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত নারী সাংবাদিকদের নিয়ে গঠিত হয় সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব।