আমাদের মাহবুবা আপা
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২২, ৭:৩৬ মিনিট
তাসলিমা খানম বীথি :
কবি মাহবুবা সামসুদ সিলেটের সাহিত্যপাড়া আমাদের লেখকদের পরিচিত প্রিয়মুখ। আপা চলে গেলেন না ফেরার দেশে। তার মৃতুতে ভীষণ খারাপ লাগছিল। আপা তখন অনেকটা সুস্থ ছিলেন খুব মনে পরছে শেষবারে মত সেদিন আপার জন্মদিনে অংশ নিয়েছিলেন কবি আব্দুল মুখিত অপি ভাইসহ তরুণ লেখকরা মিলে আপার বাসায় জন্মদিনের কেক কেটেছিলেন। তিনি আমাকে প্রচন্ড স্নেহ করতেন। কর্মজীবনের শুরু থেকেই আপার সাথে পরিচয় হয়। আমার কর্মস্থল নিউজ পোর্টাল সিলেট এক্সপ্রেসের মাধ্যমে আপার একটি সাক্ষাতকার নিয়েছিলাম।
সাহিত্য সংগঠনের অনুষ্ঠান ছাড়াও আপার বাসায় বেড়াতে গেলেও আপ্যায়ণে তিনি খুবই যত্নশীল ছিলেন নিজের হাতে সবকিছু রান্না করে মজাদার নাস্তা খাওয়াতেন। লেখক হিসেবে তাকে সবসময় প্রাণবন্ত দেখতাম। একজন আলোকিত নারী চলে যাওয়া আমাকে আপ্লুত করছে। আমার ও আমাদের সবার শ্রদ্ধা ভালোবাসার মানুষ ছিলেন তিনি। কবি লেখক সংগঠক মাহবুবা সামসুদ আপা যেখানে থাকবেন ভালো থাকবেন। মহান রাব্বুল আলামিন আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমীন
তাসলিম খানম বীথি
সিলেট
24.8.2022