কবি মাহবুবা সামসুদ আর নেই
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২২, ৭:১৩ মিনিট
বায়েজীদ মাহমুদ ফয়সল :
কবি, গল্পকার ও সংগঠক মাহবুবা সামসুদ আর নেই।ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি একজন আলোকিত নারী ছিলেন। সিলেটের সাহিত্য-সংস্কৃতির বিকাশে ছিল তাঁর অনন্য অবদান। গল্প এবং কাব্যচর্চায় তিনি ছিলেন স্বকীয়তার দ্যোতক। মননচেতনার প্রোজ্জ্বল স্বাক্ষর তাঁর রচনায় বিদ্যমান। সাহিত্যের নানামাত্রিক ধ্যান-ধারণায় সমৃদ্ধ জীবনে তিনি ছিলেন কল্যাণকামিতা এবং আদর্শবাদিতাকে গ্রহণ করেছিলেন সমানভাবে।
ন্যায়-নীতি, মানবিকতা, স্বজাত্যপ্রেম, নৈতিকবোধ এবং সামাজিক দায়বদ্ধতা তাঁর সাহিত্যভাষাকে করেছে শানিত ও নন্দন চিন্তার পরিচায়ক। স্নেহার্য বিবেচনায় তিনি আমার কাছে ছিলেন একজন মহিয়সী নারী। যিনি তাঁর জীবনে হেঁটেছেন সাহিত্য-সংস্কৃতির গলিপথ। এ পথেই খোঁজে নিয়েছেন জীবনের আনন্দ এবং পরমার্থ। তাঁর কাব্যসাধনার হার্দিক ভাষা মেলে ধরে মানবিকতার ফুলেল বাগান। তাঁর কাব্যসাধনার খ্যাতি-যশ এপার বাংলা ওপার বাংলায় সমানভাবে উচ্চারিত। তিনি দীর্ঘদিন আন্তর্জাতিক সাহিত্য সংগঠন ‘নন্দিনী সাহিত্য ও পাঠচক্র’ সিলেট এবং সিলেট লেখিকা সংঘের সভানেত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
জীবন আনন্দের পরমার্থ অনুসন্ধানী এ পরম প্রিয় কবি আজ পরকালের বাসিন্দা। আমি তাঁর আত্মার মাগফেরাত কামনা করি এবং শোকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাই। মহান রাব্বুল আলামীন তাঁর ভুল ত্রুটি ক্ষমা করে দিন এবং তাঁকে জান্নাতবাসী করুন।
————-
বায়েজীদ মাহমুদ ফয়সল
লেখক, প্রকাশক ও সংগঠক