বালুচর এলাকায় প্রবাসীর স্ত্রীর মরদেহ ও পাশে শিশু সন্তান উদ্ধার
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২২, ৯:০৪ মিনিট
প্রতিকি ছবি
সিলেট নগরীর শাহপরান থানা এলাকাধীন বালুচর এলাকার মঙ্গলবার দিবাগত রাত(২৪ আগষ্ট) আনুমানিক ১২টার দিকে সিকান্দর মহলের পাঁচতলার বাড়ি থেকে একনারী র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই নারীর স্বামী ওমান প্রবাসী বলে জানাগেছে, এইনারী মরদেহের পাশে তার ৩বছরের মেয়ে নুরী জীবিত উদ্ধার করা হয় এই ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি বলেও জানান ওসি।ঘটনা কারন উদঘাটনে কাজ করছে পুলিশ।