বিশ্বনাথের সাইমুর রহমান সুযোগ পেলেন বিশ্ববিখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটিতে
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২২, ৯:০৪ মিনিট বিশ্বনাথের সাইমুর রহমান সুযোগ পেলেন বিশ্ববিখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটিতে । বিশ্ববিদ্যালয়টিতে বৃটিশসহ যেকোনো দেশের ছাত্রদের জন্য সুযোগ পাওয়া ভাগ্যের বিষয়। কিন্তু সেই ভাগ্যকে বিজয় করে বাংলাদেশি ছাত্ররা প্রতি বছর অক্সফোর্ড ইউনিভার্সিটিতে সুযোগ পাচ্ছেন। বৃটেনের অক্সফোর্ড শহরে অবস্থিত বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের অন্যতম অক্সফোর্ড ইউনিভার্সিটি। সময় যত গড়াচ্ছে, বাংলাদেশিদের তালিকা ততই দীর্ঘ হচ্ছে। সেই দীর্ঘ তালিকায় এবার নাম লিখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সিলেটের বিশ্বনাথ উপজেলার সাইমুর রহমান।