মঙ্গলবার চা শিল্প সচলে ফের ত্রিপক্ষীয় বৈঠক
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২২, ১১:০১ মিনিট
রোববার (২১ আগস্ট) বিকেল ৫টায় হবিগঞ্জের মাধবপুর-চুনারুঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল মুরাদ এ তথ্য জানান। এ বৈঠকের সিদ্ধান্ত হওয়ার পর চা শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন।
আগামী মঙ্গলবারের বৈঠকে যে সিদ্ধান্ত আসবে সেটি আগে সাধারণ শ্রমিকদের জানানো হবে, এরপর আন্দোলন প্রত্যাহার হবে কি না সাধারণ শ্রমিকরা সেই সিদ্ধান্ত দিবেন। তিনি আরও বলেন, শ্রম অধিদপ্তর থেকে পুনরায় আন্তঃমন্ত্রণালয় বৈঠকের কথা বলায় আমরা মহাসড়ক থেকে অবরোধ তুলেছি, কিন্তু কর্মবিরতি অব্যাহত থাকবে। কারণ বাগান মালিকরা চা শ্রমিকদের সঙ্গে সন্তোষজনক আচরণ করে না। দাবি আদায়ের আগ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।