ইসকন সিলেট মন্দিরে “ব্যাসপূজা” পালিত
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২২, ৯:৫৭ মিনিটআন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ১২৬ তম শুভ আবির্ভাব তিথি ব্যাসপূজা উৎসব যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে শ্রীল প্রভুপাদের জীবন ও কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২০ আগস্ট) বিকালে নগরীর ইসকন মন্দিরে আলোচনা সভা অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রীর সুযোগ্য স্ত্রী সেলিনা মোমেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)। এছাড়াও বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন সিসিকের ২০নং ওয়ার্ডে কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন ইসকন সিলেট মন্দিরের ইয়ুথ ফোরামের কো-অর্ডিনেটর দেবর্ষিশ্রীবাস দাস ব্রহ্মচারী।
পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপরে শ্রীল প্রভুপাদের জীবন ও কর্মের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন, প্রভুপাদকে নিয়ে কবিতা আবৃতি করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত করেছেন।
এ সময় সেলিনা মোমেন বলেন, বর্তমান সরকারের যথার্থ ও সময়োপযোগী পদক্ষেপের ফলে বাংলাদেশে আজ সর্বধর্মের মানুষের সহাবস্থান সুনিশ্চিত হয়েছে।
তিনি আরও বলেন,বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্ন অনুযায়ী সোনার বাংলা হিসেবে গড়ে তোলার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতির বর্তমান ধারা অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানের সভাপতি ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ বলেন শ্রীল প্রভুপাদ আমাদেরকে পরমেশ্বর ভগবানকে ভালবাসার মধ্য দিয়ে জগতবাসিকে ভালবাসতে শিখিয়ে গেছেন। আমরা যদি তার আদর্শ ও চেতনাকে হৃদয়ে লালন করে যে যার অবস্থান থেকে পারমার্থিক জীবনে আত্মনিয়োগ করি তাহলেই তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।
শ্রীল প্রভুপাদের ১২৬তম ব্যাসপূজা উৎসব উপলক্ষে মহাপ্রসাদ বিতরণ ও কেক কাটা হয়।পরে সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।