বিক্ষোভ মিছিলের প্রস্তুতি মহানগর আওয়ামী লীগের
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২২, ৯:৫৫ মিনিট
২০০৪ সালের ২১ আগস্টে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টায় ন্যাক্কারজনক গ্রেনেড হামলার প্রতিবাদে আগামীকাল সকাল সাড়ে ১১ ঘটিকায় রেজিস্ট্রারী মাঠ থেকে শুরু হওয়া
বিক্ষোভ মিছিলের প্রস্তুতির জন্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মহানগর আওয়ামী লীগের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ আগস্ট) দুপুর ১২ ঘটিকায় স্থানীয় একটি অফিসে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলের প্রস্তুতির জন্য এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, দপ্তর সম্পাদক খোন্দকার মহসিন কামরান, সহ-প্রচার সম্পাদক সুয়েব আহমদ, কোষাধ্যক্ষ লায়েক আহমদ চৌধুরী, মহানগর শ্রমিক লীগের সভাপতি শাহরিয়ার কবির সেলিম, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানারা বেগম,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবিনা সুলতানা, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গিরদার, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, মহানগর মৎস্যজীবী লীগের আহবায়ক এডভোকেট আব্দুল মালিক, যুগ্ম আহবায়ক ছালেহ আহমদ, মহানগর তাঁতী লীগের সভাপতি নোমান আহমদ, সাধারণ সম্পাদক শেখ আবুল হাসনাত বুলবুল, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ।