বঙ্গবন্ধুর আদর্শ বাস্তব জীবনে প্রতিফলন করতে হবে – অধ্যক্ষ মুনীর আহমেদ কাদেরী
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২২, ৩:৪১ মিনিট
স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাস আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলাচনা সভা, কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্রপ্রদর্শনী, কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের সাথে ক্যাম্পাসের অধ্যক্ষ উপাধ্যক্ষ
স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের অধ্যক্ষ লে. কর্ণেল (অব.) মুনীর আহমেদ কাদেরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্নদ্রষ্ঠা। বঙ্গবন্ধু জন্মেছিলেন বলেই বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিতে পেরেছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তব জীবনে প্রতিফলন করতে হবে। তিনি কোনো অন্যায় অবিচারের কাছে মাথা নত করেননি। তোমাদেরকেও সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকতে হবে।
স্কলার্সহোম শাহী ইদগাহ ক্যাম্পাস আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। আজ সোমবার (১৫ আগস্ট) সকালে ক্যাম্পাস অডিটোরিয়ামে আলাচনা সভা, কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্রপ্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলা বিভাগের প্রভাষক রুমিয়া সুলতানার পরিচালনায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আশরাফ হোসেন চৌধুরী, বাংলা বিভাগের প্রভাষক তাসনুভা রহমান মোনা, প্রভাষক কৌশিক আচার্য। কবিতা পাঠে অংশগ্রহণ করেন গণিত বিভাগের প্রভাষক বাপ্পী কুমার মজুমদার, শিক্ষার্থী আফিয়াত রামিনা ও আদায়া আরিফ মমতাজ। রচনা প্রতিযোগিতায় ‘বঙ্গবন্ধুর ছেলেবেলা বিষয়ে’ ‘ক’ বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে মো. রুবাব আমিন, নাজিয়া রাবাব ফাতিমা, সম্পূর্ণা সাহা লস্কর। ‘খ’ বিভাগের প্রতিযোগিতার বিসয় ছিল ‘ কারাগারের প্রকোষ্ঠে বঙ্গবন্ধু’। যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করেন সপ্তর্ষি সাহা লস্কর, ইছহাল হোসেন, হোমায়রা আদিল হোসাঈন। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করে যথাক্রমে ইয়াসির আফরিন চৌধুরী, সাদিয়া বুশরা ও জাহরিন সুলতানা। ‘খ’ বিভাগের বিজয়ীরা হলেন- পর্ব তালুকদার, সপ্তর্সি সাহা লস্কর ও সামিন মাহতাব দেওয়ান। কুইজ প্রতিযোগিতায় ষষ্ঠ শ্রেণির বিজয়ী আইমান আদিল দাইয়ান, আব্দুল্লাহ আল মারুফ, আহনাফ ওয়াসিফ, সপ্তম শ্রেণির বিজয়ী নাসরাহ রহমান, সাদিয়া সারাহ ও লুবাবা ইসরাত। অষ্টম শ্রেণির বিজয়ী মাহেরা ইসলাম, আয়েশা আমিরা ও ওয়াহিদুল ইসলাম। নবম শ্রেণির বিজয়ী আদোয়া আরিফ মমতাজ, তাহলিদা ইয়াসমিন, ঈশাদী ইসলাম। দশম শ্রেণির বিজয়ী তাসফিয়া হোসাঈন, নওশীন আখতার নাফিসা, নাফিস রেজা চৌধুরী এবং একাদশ শ্রেণির বিজয়ী মো. পাপন মিয়া, আবু উমামা মো. রহমতুল্লাহ ও ফারহান মাসুদ সামিন। সবশেষে দোয়া পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মোহাম্মদ মনজুর আহমদ।