নারী চিকিৎসককে হত্যাকারি রেজাউল করিম রেজাকে র্যাব গ্রেফতার করেছে
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২২, ১২:১১ মিনিট
র্যাবের হাতে আটক রেজাউল করিম রেজা। ছবি: সংগৃহীত
নারী চিকিৎসককে হত্যাকারি র্যাব গ্রেফতার করেছে র্যাব ।গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর এলাকার একটি মেস থেকে সদর দপ্তরের গোয়েন্দা শাখা, র্যাব-২ ও র্যাব-৭ এর যৌথ অভিযানে চালিয়ে রেজাকে আটক করা হয় । তার কাছ থেকে হত্যাকাণ্ডের সময় আসামির পরিহিত রক্তমাখা গেঞ্জি, মোবাইল ফোন ও ব্যবহৃত ব্যাগ এবং ভিকটিমের ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়
শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, ফেসবুকে ভিকটিমের সঙ্গে রেজার পরিচয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২০ সালে অক্টোবরে তারা কাজী অফিসে গিয়ে বিয়ে করেন। পরে তারা স্বামী-স্ত্রীর পরিচয়ে বিভিন্ন সময় আবাসিক হোটেলে অবস্থান করতেন।
স্বামী রেজার সঙ্গে একাধিক নারীর সম্পর্কের বিষয়টি জানতে পেরে এ নিয়ে তাদের মধ্যে বিভিন্ন সময় বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রেজা তার প্রতিবন্ধকতা দূর করতে ভিকটিমকে হত্যার পরিকল্পনা করেন। গত বুধবার ভিকটিমকে তার জন্মদিন উদযাপনের কথা বলে পান্থপথের ফ্যামিলি অ্যাপার্টমেন্টে হোটেলে নেওয়া হয়। সিদ্দিকার জন্মদিন ছিল ১২ আগস্ট।
ওইদিন সকালে হোটেলে উঠার পর ভিকটিমের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা কাটাকাটি, বাগবিতণ্ডা ও ধস্তাধস্তি হয় রেজার। এ সময় রেজা তার ব্যাগ থেকে ধারালো ছুরি বের করে ভিকটিমকে ছুরিকাঘাত করে হত্যা করেন।
সিদ্দিকাকে হত্যার পর রেজা গোসল করে ভিকটিমের মোবাইল সঙ্গে নিয়ে হোটেল থেকে বেরিয়ে যান। এরপর আরামবাগ বাসস্ট্যান্ড থেকে বাসযোগে চট্টগ্রামে গিয়ে মুরাদপুরে এক আত্মীয়ের সঙ্গে একটি মেসে আত্মগোপন করেন।
উল্লেখ্য, গত বুধবার সকালে স্বামী-স্ত্রী পরিচয়ে রেজার সঙ্গে এসে পান্থপথের আবাসিক হোটেলটিতে ওঠেন সিদ্দিকা। তারা হোটেলটির ৩০৫ নম্বর কক্ষে ছিলেন। সেখানেই হত্যাকাণ্ডটি ঘটে। পরে সেই রুম থেকে সিদ্দিকার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।