মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সভা অনুষ্ঠিত
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২২, ১০:২৩ মিনিট
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস নিয়ে মহানগর আওয়ামী লীগের সম্মানিত উপদেষ্টামন্ডলীর সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে নগরীর স্থানীয় একটি অফিসে মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সভা অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সম্মানিত উপদেষ্টামন্ডলীর সদস্য অধ্যাপক মোঃ আহবাব খাঁন, মোঃ আব্দুল মালিক এডভোকেট, অধ্যাপক ডাঃ এম.এ আজিজ চৌধুরী, অসিত কুমার শ্যাম সজল, আব্দুল মালিক সুজন, মোঃ এনাম উদ্দিন, সুভাষ চন্দ্র ঘোষ, মোঃ ফরহাদ বক্স, বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্র কুমার দাশ তালুকদার, হাজী এম.এ মতিন, কানাই দত্ত।