নারী চিকিৎসককে গলা কেটে হত্যা
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২২, ১০:৪৪ মিনিট
আবাসিক হোটেলের কক্ষে যাচ্ছেন রেজাউল করিম রেজা ও জান্নাতুল নাইম সিদ্দিকী (ছবি-সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া)
এক নারী চিকিৎসককে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহতের নাম জান্নাতুল নাইম সিদ্দিকী (২৭)। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি বিষয়ক একটি কোর্সে পড়ছিলেন। তার বাসা রাজধানীর শাজাহানপুরে। গ্রামের বাড়ি নরসিংদী জেলায়। বুধবার রাতে রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেলে কলাবাগান থানা পুলিশ ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের ওই আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে।
বুধবার রেজাউল করিম রেজা নামে এক যুবকের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই আবাসিক হোটেলে উঠেছিলেন তিনি।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।