মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত শাবি ছাত্রী আইসিইউতে
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২২, ১০:৩১ মিনিট
প্রতীকী ছবি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক শিক্ষার্থী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হয়ে বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন। আহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।
হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে এয়ারপোর্ট রোডে ঘুরতে যায় ওই ছাত্রী। সেখানে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হলে সে মাথা, কোমর ও পায়ে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও প্রক্টর বৃহস্পতিবার সকালে আহত শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে যান।