আ্মেরিকা সিলেট শহরের সবাইকে চিনেন এখানে
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২২, ৯:৫২ মিনিট
জুয়েল সাদত :
বাফেলোতে আছি।
Buffelo. USA
৩৯ টি মসজিদের শহর। মনে হচছে সৌদি আরবে আছি। এক মাইলে ৫/৬ টি মসজিদ।
সন্ধ্যায় পৌছালাম।
স্বপন ভাই ( মেজর জেনারেল অব : সৈয়দ ইফতেখার) ও ভাতিজা সাদমান টরেন্টো থেকে নায়াগ্রা ব্রীজে পৌছে দিলেন ২ ঘন্টায় ।
(কানাডার কাহিনী শেষ হয়নি, ২ টি এপিসোড বাকী।
সাচ্চু ভাই, গাড়ী নিয়ে স্টান্ডবাই সার্ভিস দিচ্ছেন। আছি চম্যকার জায়গা Williamsville এ একটি হোটেলে,, সেটা নিয়ে অনেক ঝামোলা,।
লাল শাক / নলিয়া / মুলা / সহ সব জাতের বাগানের সবজি ডায়নিং টেবিলে। মাত্র্ ৪ মাসের সবজি বাগানে সারা বছরের সবজি সংরক্ষন করেন।। ৩০ হাজারের ঘরবাড়ী ২ লাখ।
© বন্ধু ইমরাত ফারুক কুইন,( সারাবাংলা ৯০) সব সময় খবর নিচ্ছে। কাল রাতে দেখা হচ্ছে ওর সাথে।।
এক রাতেই ফিলমোর ( বাঙ্গালী পাড়া) দেখা শেষ / আল আকসা সুপার মারকেট ও বাফেলা ইউনিভার্সিটি দেখা হল।
কাল ও পরশু আছি।। সহজ সারল্যোর জীবন।। অনেক স্লো জীবনপথ এখানে।।
জানাবো বিস্তারিত পরে।। ।। পায়ে হেটে কানাডা হয়ে রেইনবো ব্রীজ দিয়ে কানাডিয়ান ১ ডলারে আ্মেরিকা।।
সারা সিলেট শহরের সবাই সবাইকে চিনেন এখানে।।
কাল সারা দিন বিজি ব্রেকফাস্ট / লাঞ্চ / ডিনার বুকড।। কিযে সমস্যা ভালবাসার -বুঝানো যাবে না।
চলবে।।