প্রথম বইয়ের প্রথম অটোগ্রাফ
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২২, ৮:৩৪ মিনিট
তাসলিমা খানম বীথি :
তখনো বইয়ের কাজ শেষ হয়নি। বইমেলা একদিন বাকি তার আগেই ‘দোআঁশ’ প্রকাশনীর লুৎফুর ভাইকে বলে রাখি এক কপি বই আমাকে আগে দিতেই হবে। বইমেলার আগের দিন সকাল বেলা ছুটি দোআঁশে’। সেখানে গিয়ে দেখা হয় কবি, প্রাবন্ধিক সালেহ আহমদ খসরু ভাই সাথে। ব্যাস জমে গেলো সাহিত্য আড্ডা। কিছুক্ষণ অপেক্ষা পর আসে “সাতাশ কিলোমিটারের দাম্পত্য” কাচাপাকা নরম তখনো পৃষ্টা শুকাইনি। বইয়ের প্রচ্ছদ দেখে ঝটপট দ্রৃত হাতে তুলে নেন খসরু ভাই। হয়ে গেলেন প্রথম বই ক্রেতা। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে প্রথম অটোগ্রাফ দিতে বই এগিয়ে দিলেন। আমি বলি কিছুটা সময় দেন। তাকে ফাঁকি দিতে চেষ্টা করি। কিন্তু তিনিও নাছোড়বান্দা। না তাকেই প্রথম অটোগ্রাফ দিতেই হবে। তার চোখে শেষমেষ ফাঁকি দিয়ে। আমার প্রথম বই প্রথম অটোগ্রাফ পাবার যার অধিকার সবচে বেশি তাকেই সর্ব প্রথম অটোগ্রাফ দেই- সাংবাদিক গল্পকার শ্রদ্ধেয় সেলিম আউয়ালকে। দ্বিতীয় অটোগ্রাফ দেই শ্রদ্ধেয় কবি খসরু ভাইকে। ভীষণ স্নেহ করেন আমাকে। তাই খসরু ভাই আমার আবেগের জায়গাকে বুঝে নিলেন। তারপর বই নিয়ে বের হই বসকে দিবো। সেদিন তিনি অফিসে না থাকায় দেওয়া হয়নি। এর মাঝে ই বইমেলা শুরু হয়ে শেষ। বই চলে গেলো পাঠকদের কাছে।
2. জীবনের চলার পথে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে আমি এখন হাসিমুখে হেঁটে যেতে পারি। কঠিন দুসময়েও নিজেকে শিখেছি এই পথটা এতটা সহজ নয়।অন্ধকারে পথ হাঁটতে এখন আমি ভয় পাই না। জীবনের প্রতিকূল পরিস্থিতিতে যে কোন চ্যালেঞ্জ নিতে পারি, দিতেও পারি। চলার পথে হাঁটতে শিখেছি তাদের কী কখনো ভুলা যায়।
সত্যিকথা বলতে প্রতিদিন প্রতিমুহুর্ত শিখেছি জেনেছি। অনুপ্রেরণা পেয়েছি। সাংবাদিকতা সাহিত্যি লেখক কর্মজীবনের পুরো একটি গ্রন্থ হয়ে যাবে লিখতে থাকলে। যাই হোক, জীবনের চলার পথে যাদের কাছে যেভাবে যে রকম ভাবে ভালোবাসা স্নেহ সহযোগিতা পেয়েছি প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ।
আমার প্রথম গল্পগ্রন্থ “সাতাশ কিলোমিটারের দাম্পত্য” প্রথম অটোগ্রাফসহ বইটি অবশেষে বস এর হাতে সাংবাদিক গল্পকার সেলিম আউয়াল। আমার জীবনে সেরা শিক্ষক একজন সফল বস। আপনিসহ আপনাদের প্রতি অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।
জ্যাক মা বলেন -দুরদান্ত কোন বস অধিনে কাজ করুন। ভালো বস অনেক কিছু শিখায়। কারন ভালো বস আপনাকে নিয়মানুবর্তিকা শিখাবে প্রশিক্ষণ দেবে আর আপনাকে উন্নত করবে।।
তাসলিমা খানম বীথি
সিলেট সেন্টার ফর ইনফরমেশন
এন্ড মাসমিডিয়া (সিফডিয়া) ও সিলেট এক্সপ্রেস
4.8.2022