ওসমানী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন স্থগিত ঘোষণা
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২২, ৩:৫৩ মিনিটওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছেন হাসপাতালটির ইন্টার্নি চিকিৎসকরা। আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে মহা -পরিচালক স্বাস্থ্য এনায়েত হোসেন মুকল এর উপস্থিতে এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজর প্রধান ফটকের তালা খুলা হয় তারপর ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন এবং হাসপাতাল ও কলেজের বিভিন্ন স্থান পরিদর্শন করেন ।
এসময় সাথে ছিলেন স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার হিমাশু লাল রায়, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডাক্তার মুর্শেদ আহমদ চৌধুরী,কলেজের অধ্যক্ষ ডাক্তার ময়নুল ইসলাম,হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভুইয়া,ও ডাক্তার শিশির চক্রবর্তী ।
আন্দোলন স্থগিত ঘোষণা ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।