র্দীর্ঘ আড়াই বছর পর কাবা ঘরের চারপাশ বাউন্ডারি তুলে নেওয়া হলো
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২২, ১১:৪১ মিনিট র্দীর্ঘ আড়াই বছর পর কাবা ঘরের চারপাশ বাউন্ডারি তুলে নেওয়া হলো । মহামারির কারণে র্দীর্ঘ আড়াই বছর কাবা ঘরের চারপাশ বাউন্ডারি দিয়ে ঘেরাও করা ছিল। এ বাউন্ডারি থাকার কারণে হাযরে আসওয়াদে চুমু ও কাবা শরিফে হাত লাগানোর সুযোগ ছিলো না কাবা ঘরে আসা মুসল্লিদের।
গতকাল মঙ্গলবার রাতে পবিত্র কাবা ঘরের চারপাশ থেকে বাউন্ডারি তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন হারামাইন শরীফাইনের প্রেসিডেন্ট ইমাম ও খতিব শায়খ ড.আব্দুর রহমান আল সুদাইসি।
এ নির্দেশনার পর হাযরে আসওয়াদে চুমু দেওয়া ও কাবা শরীফে হাত লাগানোর সুযোগ পুনরায় ফিরে পিরে পেলেন আল্লাহর ঘরের ইবাদতকারী মেহমানগণ।