সম্ভাবনাময়দের দ্বিতীয় আবাস কানাডা
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২২, ৯:১৬ মিনিট
জুয়েল সাদত :
আজ সকালে কানাডা যাচ্ছি।
চতুর্থ বারের মত। আগের তিনবারই মিশিগান থেকে বাই রোডে যাওয়া।। এবার প্লেনে “এয়ার কানাডার একটি মাঝারী বিমানে” যাচ্ছি।
চারদিন কানাডা ও তিনদিন বাফেলো থাকার ইচছা।
বাফেলো দেখা হয়নি।
বাফেলোতে প্রথম আলোর অনুষ্টান।
৪ তারিখ সারা বাংলার বন্ধুদের ও কবি রোকশানা পারভীন শিমুলের আমন্ত্রণে একটি আড্ডা।
শিমুল অনেক বড় মনের একজন কবি / লেখিকা। আমার জন্য তার ব্যাস্ততা ঋনি করে বারবার। সিলেট মেডিকেল এর একটি পিকনিকেও থাকব।
অসাধারন কানাডাকে চারদিনে একটু মন দিয়ে দেখাই মুখ্য। অনেক কিছু প্লান বদলেও যাবে সময়ে সময়ে।। /
দেখা হচ্ছে আমাদের সিলেটের এইডেড হাই স্কুল ও আমার এম সি কলেজের বন্ধুদের সাথে। কানাডার চম্যকার জীবন যাত্রা জানার ও দেখার সুযোগ।
আমার ভাই মেজর জেনারেল ( অব:) ডা: সৈয়দ ইফতেখার ( সাবেক আই জি প্রিজন) এর সাথেই থাকব পুরো সময়টা।।
সারা বিশ্বের সম্ভাবনাময়দের দ্বিতীয় আবাস কানাডা।
অনেকেই মন্ট্রিয়লে – আপাতত এত দুর যাচ্ছি না। বিনয়ের সাথে সেটা হচ্ছে না।
এত বড় দেশটা দেখা ও বুঝাও কষ্টের ।।
দেখা হবে মোহাম্মদ আলি রেজা র সাথে। একজন সৃজনশীল মানুষ।। আমার জন্য একটা বাংলাদেশের ম্যাপ বানিয়ে রেখেছেন।
আমার কোম্পানি
Flyoncall com একটা মার্কেটিং হবে। এ্যাপস এ মাসে পাবেন।।
(আমার চলমান সব চ্যারিটেবল কাজ চলছে। সময়ে সময়ে আপডেট জানাব) এই আগষ্টে ১০০ ঘর শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ।।
জুয়েল সাদত
স্পেশাল করসপনডেন্ট /
উত্তর আমেরিকা প্রথম আলো
চলবে –