ডিবির হাওর এলাকায় ৪৮ বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২২, ৯:৫৩ মিনিট
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: জৈন্তাপুর সীমান্তের ডিবির হাওর এলাকার বন্যা দূর্গত অসহায় জনসাধারণ কে চিকিৎসা সেবা প্রদান করতে ৪৮ বিজিবি সিলেট সেক্টর’র উদ্যােগে বিনা মুল্য চিকিৎসা সেবা ও ঔষধপত্র বিতরণ করা হয়েছে।
গত ৩১ জুলাই রোববার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হয়। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অধীনস্থ ডিবিরহাওড় বিশেষ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ঘিলাতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মেডিক্যাল ক্যাম্পেইন এর মাধ্যমে সীমান্তবর্তী এলাকার গরিব, অসহায় এবং দুঃস্থ ২৬৫ জন (পুরুষ-৯০ জন এবং মহিলা-১৭৫ জন) লোক-কে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে।
মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা ও রোগীদের বিভিন্ন সেবা প্রদান করেন বিজিবি সদর সেক্টর’র মেডিক্যাল অফিসার মেজর তানভীর খান, ডাঃ ফাহমিদা জাহান চিকিৎসাপত্র বিভিন্ন রোগ বিষয়ে সেবা প্রদান করেন। এসময় স্থানীয় ডিবির হাওর বিজিবি ক্যাম্পের সদস্যগণ উপস্থিত ছিলেন।