ইউরোপে গ্যাস যাবে সাহারা মরুভূমি দিয়ে
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২২, ১০:৩৪ মিনিট ইউরোপে গ্যাস যাবে সাহারা মরুভূমি দিয়ে, রাশিয়ার গ্যাসের ওপর থেকে নির্ভরতা কমাতে এবার আফ্রিকার দিকে দৃষ্টি ফেরাল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। খবর বিবিসির।উক্রেন-রাশিয়া যুদ্ধের জেরে মস্কোর সঙ্গে ইউরোপের বেশিরভাগ দেশের সম্পর্ক এখন অনেকটাই নড়বড়ে।
সংস্থাটি গ্যাস আমদানির জন্য আফ্রিকার তিনটি দেশের ওপর নির্ভর করছে। আলজেরিয়া, নাইজার ও নাইজেরিয়া চার হাজার কিলোমিটারের গ্যাস পাইপলাইন নিয়ে সমঝোতাপত্রে সই করেছে।
এই পাইপলাইন সাহারা মরুভূমির মধ্যে দিয়ে যাবে। পাইপলাইন বানাতে খরচ হবে ১ হাজার ৩০০ কোটি ডলার। এই পাইপলাইনের মাধ্যমে বছরে এক ট্রিলিয়ন কিউবিক মিটার গ্যাস নাইজেরিয়া থেকে নাইজার ও আলজেরিয়া হয়ে ইউরোপ পাঠানো যাবে।