সিলেট স্টেশন ক্লাবে নবাগত সদস্যবরণ ও সংবর্ধনা
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২২, ১০:৩০ মিনিট
সিলেট স্টেশন ক্লাব লিমিটেড এর নবাগত সদস্য নুরে আলম সিরাজী এডভোকেট, সৈয়দা গুলশান আরা ও রোমানা আক্তার চৌধুরীর সম্মানে ক্লাবের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান ২৮ জুলাই বৃহস্পতিবার রাতে ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সিলেট স্টেশন ক্লাব লিমিটেড এর প্রেসিডেন্ট নূরুদ্দীন আহমদ এডভোকেট শুরুতে নবাগত সদস্যদের উত্তোরীয়, ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করে নেন। এসময় ক্লাব প্রেসিডেন্ট নূরুদ্দীন আহমদ এডভোকেট নবাগত সদস্যদের স্বাগত জানান।
এসময় ক্লাব পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে পরিচালক (অর্থ ও পরিকল্পনা) হারুন আল রশীদ দিপু, পরিচালক (ব্যবস্থাপনা) সুদীপ রঞ্জন সেন বাপ্পু, পরিচালক (ক্রীড়া) জুম্মা আব্বাস রাজু, পরিচালক (বিনোদন) ফজলে এলাহী চৌধুরী ডালিম, পরিচালক (আপ্যায়ন বিভাগ) এ.এম মিজানুর রহমান সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি