যাদের জন্য মন কাঁদে
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২২, ১০:০৩ মিনিট
তাসলিমা খানম বীথি :
যে বয়সে স্বপ্ন ডানা মেলে ওরেঘুড়ে বেড়ানো কথা। সেই বয়সে তাকে ক্যামে নিতে হচ্ছে। হসপিটালে যখন ক্যান্সার রোগীরা চিকিৎসা নিতে আসে। তাদের জন্য আমার মন কেঁদে ওঠে। রোগীদে সাথে আমি সবসময় হাসিমুখে কথা বলি। তাদের ব্যথা বেদনা আমারও যে মন খারাপ হয় কখনোই বুঝতে দেই না। জীবন খুবই ছোট। এ জীবন নিয়ে এত না ভেবে ভালো কাজে ভালোভাবে বাচুন।
মানব শরীরের জটিল রোগগুলোর মধ্যে ক্যান্সার অন্যতম। আমাদের হাসপাতালে অনেকেই ক্যান্সার ক্যামো নিতে আসে। যাদের বয়স 16/20 আমাকে ভীষণ ব্যথিত করে। মনে মনে শুধুই প্রার্থনা করি মহান রাব্বুল আল্লাহর কাছে। তাদের স্বপ্নগুলো স্পর্শ করার মত আয়ু বাড়ুক। তাদের শয্যশায়ী নয় তাদের বাবামায়ের বৃদ্ধ বয়সে সঙী হোক তাদের সন্তানরা। এই সুন্দর পৃথিবীর আলো দেখুক আরো অনেক বছর । বিদায়বেলা তাদের জন্য আমাদের বুক ভরা ভালোবাসা আর শুভ কামনা।
তাসলিমা খানম বীথি
ফ্রিডম জেনারেল হাসপাতাল
এয়ারর্পোট রোড আম্বরখানা সিলেট