ওসমানীনগরে ইনার হুইল ক্লাবের ত্রাণ বিতরণ
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২২, ৮:৩৬ মিনিট
ওসমানীনগরে ইনার হুইল ক্লাব শ্রীমঙ্গলের অর্থায়নে ত্রাণ বিতরণ করা হয়েছে। ২৩ জুলাই শনিবার পূর্ব তাজপুর, ওসমানীনগর এলাকায় বন্যা-পরবর্তী দুঃস্থ ৩৫টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয় । এ সময় উদ্যোগে ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি ডা. পুষ্পিতা খাস্তগীর, সাধারণ সম্পাদক ইন্দিরা আচার্য, প্রাক্তন সভাপতি দিল আফরোজ রুহেন, প্রাক্তন, রহিমা বেগম । স্বেচ্ছাসেবক হিসাবে ছিলেন “বাঁচন রক্তদান সমাজকল্যাণ সংস্থা, তাজ স্পোর্টিং ক্লাব, জাতীয় মানবাধিকারের ইউনিট, ত্বাকরীম ফাউন্ডেশন, হযরত শাহ তাজ উদ্দীন (রঃ) সমাজকল্যাণ সংস্থা।