বাজেট বিভাজনের লক্ষ্যে কর্মশালা অনুষ্টিত
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২২, ৫:৩৬ মিনিটএফআইভিডিবি সূচনা প্রকল্পের উদ্যোগে দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়ন পরিষদে স্বাস্থ্য-পুষ্টি ও দুর্যোগ ঝুঁকি প্রশমন খাতে বরাদ্দকৃত বাজেট বিভাজনের লক্ষ্যে কর্মশালা অনুষ্টিত হয়েছে। রোববার সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি সচিব আব্দুস সালামের সঞ্চালনায় আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েস আহমদ।
সভাপতির বক্তবে ওয়েস আহমদ বলেন, বরাদ্দকৃত বাজেট এলাকার উন্নয়নে ব্যয় করতে চাই। তাই সঠিক খাতগুলো নিরুপণ করে আমরা টার্গেট নির্ধারণ করতেছি। যাতে করে এলাকায় সুষম বন্টনের মাধ্যমে সকল ক্ষেত্রে সফলতা আসে। বিশেষ করে পুষ্টি ও দুর্যোগের বিষয়টি আমরা গুরুত্ব সহকারে নিয়েছি। সূচনা প্রকল্পকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বাজেট প্রণয়ন ও বাজেটের লক্ষমাত্রা নিরুপণের ক্ষেত্রে এ প্রকল্প আমাদেরকে সহযোগিতা করেছে। বাজেট বন্টনের জন্যও সূচনা নতুন নতুন ধারণা দিয়ে আমাদেরকে উপকৃত করেছে। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক খালেদ আহমদ। এসময় আরো বক্তব্য দেন ইউপি সদস্য নুরুল ইসলাম, সফিক উদ্দিন, রাসেল আহমদ, সুমন মিয়া, ওয়ারিছ আলী, বাবুল মিয়া, জিদ্দার আলী, সাফিয়া বেগম, মনোয়ারা বেগম, হুছনা বেগম, পুষ্টিদলের সদস্য মাহিমা আক্তার, তানিয়া আক্তার, সনি বেগম, অমি বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি