এসপি ফরিদ নিজেও কাঁদলেন
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২২, ৯:২৫ মিনিট
গোয়াইনঘাটে নাবু গ্রামের হত্যাকান্ডের মৃত কাদিরের পরিবারকে দেখতে গিয়ে কাদেঁন সিলেট জেলার পুলিশ সুপার, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।
শুক্রবার (২২ জুলাই) লাবু গ্রামে গিয়ে ভুক্তভোগী পরিবারেরকে দেখতে যান তিনি । তিনি হত্যাকান্ডে জড়িত অপরাধীদেরকে দ্রুত গ্রেফতার পূর্বক আইনের আওতায় নিয়ে আসার আশ্বাস দেন।সে সময় একটি দৃশ্য সবার হৃদয় নাড়া দেয়।যখন পুলিশ সুপার নিহত আব্দুল কাদিরের বসত ঘরটি সংস্কারের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে ৬০ হাজার টাকা প্রদান করেন। টাকা পেয়ে সিলেট জেলার পুলিশ সুপার, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম জড়িয়ে ধরেন আব্দুল কাদিরের পিতা। দৃশ্যটি সবার হৃদয়ে নাড়া দেয়। এসময় আব্দুল কাদিরের পিতার সাথে এসপি ফরিদ নিজেও কাঁদেন।
Go to top