সুবিধাবঞ্চিত মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে এনবিএ
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২২, ১০:২৭ মিনিট
সুনামগঞ্জে জগন্নাথপুরে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করেছে নিউজ ব্রডকাস্টারস অ্যালায়েন্স অব বাংলাদেশ (এনবিএ)। শুক্রবার জগন্নাথপুরের চিলাউড়া উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এই সেবা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ আজাদ ডন। সকাল ১০ টায় ক্যাম্প উদ্বোধন করেন উপমহাদেশের অন্যতম লিভার বিশেষজ্ঞ মামুন আল মাহতাব স্বপ্নীল। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাসকুলার সার্জাির বিভাগের প্রধান ডা. সাকলায়েন রাসেলের নেতৃত্বে ৩৫ জনের বেশি চিকিৎসক এবং সুনামগঞ্জ থেকে আরও বেশ কয়েকজন চিকিৎসক বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি ক্যাম্পে চিকিৎসা সেবা গ্রহণকারীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। প্রধান আহ্বায়ক ডা. সাকলায়েনে রাসেল জানান, চক্ষু পরীবিক্ষণ বিভাগ; নাক, কান, গলা বিভাগ; হৃদরোগ ও বক্ষব্যাধি বিভাগ; পরিপাক, লিভার ও কিডনীরোগ বিভাগ; ডায়াবেটিস ও হরমোন বিভাগ, চম, ও যৌনরোগ বিভাগ, প্রসুতি, ধাত্রীবিদ্যা ও স্ত্রীরোগ বিভাগ; বাত, ব্যাথা, প্যারালাইসিস, নিউরোমেডিসিন বিভাগ, দন্তরোগ বিভাগ- এই ৯ ভাগে বিভক্ত হয়ে চিকিৎসকরা স্থানীয় প্রায় ২ হাজার রোগিকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছেন। এনবিএ’র প্রেসিডেন্ট ও এনটিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার মুমতাহিনা হাসনাত রীতু জানান, সামাজিক দায়বন্ধতার অংশ হিসেবে বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে এনবিএ। এরকম বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কাযক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এই কাযক্রমে অংশিদার হওয়ায় ল্যাব এইড গ্রুপ, আরিজ ফাউন্ডেশন, ইনটেন্স হোল্ডিংস লি:, স্টামফোর্ড ইউনিভাসিটি বাংলাদেশ ল’ইয়া অ্যাসোসিয়েশন ঢাকা জজকোট, সোহেল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্সট্রাকশন লি, বেক্মিমকো ফার্মাসিউটিক্যালস লি: ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডসহ এই আয়োজনের সকল প্ষ্টৃপোশকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে আগত সকল গণমাধ্যম কর্মীদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন এনবিএ প্রেসিডেন্ট। এনবিএ’র সেক্রেটারী ও বাংলা টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার জাভেদ কারদার সমাজের বিত্তবানদের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়ানোর অনুরোধ করেন। পাশাপাশি এ ধরনের অনুষ্ঠানে পৃষটপোষক হিসেবে পাশে থাকার ও আহব্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ নেত হারুন রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মাস্টার, সাংগঠনিক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, হলদিপুর ইউনিয়ন চেয়ারম্যান শহীদুল ইসলাম বকুল, আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল জব্বার, আওয়ামীলীগ নেতা মিন্টু রঞ্জন ধর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ছালিক আহমদ পীর,সুনামগঞ্জ ছাত্রলীগের সহসভাপতি রুমন মিয়া।