গ্রামবাসীর মধ্যে স্বস্থির হাসি
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২২, ৯:৪৩ মিনিট
এই বস্ত্র বিতরণে স্থানীয় গ্রামবাসীর মধ্যে স্বস্থির হাসি লক্ষ্য করা যায় । এ ছাড়াও সবাই এই উদ্যোগকে সময় উপযোগী ও প্রয়োজনীয় বলে উচ্ছ্বাস প্রকাশ করে।
প্রসঙ্গত আইএফএসডি ফাউন্ডেশনের স্যাকেন্ড হ্যান্ড হ্যাপিনেস প্রোজেক্টেটি পরিচালিত হয় সমাজের স্বচ্ছল মানুষের অব্যবহিত জিনিসপত্র ডোনেশনের মাধ্যমে,তবে এই সকল ডোনেশন গ্রহন করে কোয়ালিটি কন্ট্রোলের মাধ্যমে বিতরণ উপযোগী করে তুলে স্যাকেন্ড হ্যান্ড হ্যাপিনেস টিম।
উক্ত বস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেন স্যাকেন্ড হ্যান্ড হ্যাপিনেস প্রোজেক্ট সিলেট টিম বস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনায় ছিলেন চৌধুরী জান্নাত রাখি, তুহিন আহমদ, মাহফুজ, সাকের, সাকিব সহ আরও অনেকে।
বিশেষ করে বস্ত্র বিতরণ কার্যক্রম ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন আইএফএসডি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মোঃ মেহেদী হাসান ও ট্রেজারার ইজাজুল হক ইফেন্দী । এছাড়াও এতে সহায়তা করেছেন রাশেদুল ইসলাম ইফতি, মাহমুদুল হাসান রোহান, নাঈমসহ আরও অনেকে।